সান্তাহারে যাত্রী ছাউনি না থাকায় জনদুর্ভোগ
বগুড়ার সান্তাহার পৌরসভায় কোনো যাত্রী ছাউনি না থাকায় সীমাহিন জনদুর্ভোগ দেখা দিয়েছে। জংসন স্টেশন হওয়ায় প্রতিদিন শত শত মানুষ ট্রেন ও বাসে এই সান্তাহার থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। সেই সান্তাহার শহরে বাসস্টান্ডও নেই, যাত্রীছাউনিও নেই। সান্তাহারের নাগরিক কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন একটি যাত্রী ছাউনির জন্য দাবী জানিয়ে আসছে বহু দিন ধরে।
সান্তাহার থেকে সড়ক পথে প্রতিদিন বগুড়ায় শত শত যাত্রী যাতায়াত করে । সান্তাহার রেলগেট গেট থেকে বগুড়া যাওয়ার বাস ছেড়ে যায়। এই স্থানে কোন যাত্রী ছাউনি নেই। আর যাত্রী ছাউনি না থাকার কারনে এ জনপদের মানুষকে রোদ, বৃষ্টি,কুয়াশাকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়। যাত্রী ছাউনি না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় মহিলারা। বর্ষা মৌসুমে যাত্রীরা বৃষ্ঠির কারনে আশে পাশের দোকানে আশ্রয় নিতে বাধ্য হয়। প্রচন্ড শীতে যাত্রীরা বাসস্টান্ডে যাত্রীছাউনি না থাকায় কয়েকদিন ধরে সীমাহিন কষ্ট পাচ্ছে।
প্রতিদিন নওগাঁ থেকে ঢাকাগামী দুরপাল্লার বাসগুলি যাত্রী নেওয়ার জন্য সান্তাহারে প্রবেশ করে। ঢাকা গামী যাত্রীদের জন্যও কোন যাত্রী ছাউনি নেই। এমতাবস্থায় ভুক্তভোগি যাত্রীরা যাত্রী ছাউনি নির্মানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সান্তাহার স্টেশন সড়ক থেকে কয়েকটি রুটে সিএনজি/ টমটমে শত শত যাত্রীরা প্রতিদিন যাতায়াত করে। কিন্তু এ স্থানেও কোন যাত্রী ছাউনি নেই। বর্ষা মৌসুমে এখানকার যাত্রীদের অবর্ননীয় কষ্ট করে যাতায়াত করতে হয়।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে পরামর্শ করে যাত্রী ছাউনি নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ