বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি এলাকায় খেলাধুলার জন্য উপযুক্ত মাঠের ব্যবস্থা করবে-ভিপি সাইফুল
বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি এলকায় কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উপযুক্ত মাঠের ব্যবস্থা করবে। বর্তমান প্রজন্মকে সুস্থ সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে কাজ করবে বিএনপি সরকার। সুন্দর ও সুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এজন্য আমাদেরকে বিশেষ করে শিক্ষার্থীদেরকে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা করতে হবে।খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। তিনি শুক্রবার বিকালে শহরের বৃন্দাবনপাড়া রাইজিং ক্লাব মাঠে পথকলি শিল্প গোষ্ঠীর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বরেন। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক এড. জামাল পাশা রানা, সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, শহর জাসাসের আহবায়ক মুঞ্জুর কাদের লিটন, শহর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, সৈয়দ আব্দুল গফুর দারা, রবিউল আওয়াল, মাহমুদুর রহমান কনক, মাছুম রব্বানী, শফিকুল ইসলাম, রাজু আহম্মেদ, সাজ্জাদুর রহমান, ড. সিরাজুল হক ফাইম, তাজ উদ্দিন তাজ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক