বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল
পঞ্চগড়ে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও আপসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার জালাসি এলাকায় আবু আলম মোঃ আব্দুল হাই (হেলাল) ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পঞ্চগড় জেলা শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত দোয়া মাহফিলে আবু আলম মোঃ আব্দুল হাই(হেলাল) এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আদম সুফি,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপি নেতা শাহজাহান খান। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম সালেহ লিটন । উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন আবু আলম মোঃ আব্দুল হাই(হেলাল) ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরহাদ হোসেন রাজু ।

পঞ্চগড় প্রতিনিধি