পার্বতীপুরে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
দেশের উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে পার্বতীপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় চরম দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া দুঃস্থ অসহায় মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্হ হচ্ছে। সেই সাথে বেড়েছে বিভিন্ন রোগব্যাধির প্রভাব। প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে শীতার্ত মানুষেরা কষ্ট ভোগ করছেন। সরকারি ও বেসরকারি ভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়।
নিন্ম আয়ের মানুষেরা শীতের হাত থেকে রক্ষা পেতে রেলওয়ে জংশনের রেলপথে বসা পুরনো কাপড়ের বাজার (লন্ডা বাজার) থেকে স্বল্প মূল্য পুরনো কাপড় কিনছেন। জনৈক পুরনো কাপড় ক্রেতা জানালেন,এগুলোর দামও একেবারে কম না। তারপরও বাধ্য হয়েই কিনতে হচ্ছে। বাজারে শীতের নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের ভরসা এই লন্ডা বাজার। লন্ডা বাজারের জনৈক ব্যবসায়ীর ভাষ্য আগে পুরনো কাপড়ের দাম কম ছিল বলে আমরাও কম দামে বিক্রি করেছি। এখন বেশী দামে পুরনো কাপড় কিনতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।সব মিলিয়ে পুরনো কাপড়ের ব্যবসা ভালোই চলছে।
রেলওয়ে জংশনখ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলায় ৪ লক্ষাধীক মানুষের বাস। কিন্তু এখানকার শীতার্ত মানুষের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে ইতোমধ্যে যে পরিমান শীত বস্ত্র বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
শীতে দিনমজুর ও নিন্ম আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্হ হচ্ছে। তীব্র শীতের কারনে তাঁরা কাজ করতে পারছেন না। আয় ইনকাম না হওয়ায় চরম বিপাকে পড়েছেন। শীত ও ঘন কুয়াশায় ফসলের ক্ষতি হচ্ছে। তা নিয়ে চিন্তিত কৃষকেরা। শীত জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন। সেই সাথে শীত ও ঘন কুয়াশার কারনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এক কথায় জনজীবন বিপর্যস্হ হয়ে পড়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ