পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় পার্বতীপুরের বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে টুর্নামেন্টের নবম আসরে প্রথম রাউন্ডের চতুর্থ (শেষ) খেলার আয়োজন করা হয়। এতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকেল এসআরএফসি ৪-০ গোলে চুয়াডাঙ্গার ফাইদা এগ্রো এন্ড মন্ডল স্পোর্টসকে হারিয়েছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু।
গতকাল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকেল এসআরএফসি বনাম চুয়াডাঙ্গার ফাইদা এগ্রো এন্ড মন্ডল স্পোর্টস পরস্পরের মুখোমুখি হয়। এতে চুয়াডাঙ্গার ফাইদা এগ্রো এন্ড মন্ডল স্পোর্টসকে ৪-০ গোলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকেল এসআরএফসি পরাজিত করে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকেল এসআরএফসি এর ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর মোহন্ত আকাশ এবং ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রবি প্রত্যেকে তাঁদের দলের পক্ষে দুইটি করে গোল করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকেল এসআরএফসি এর ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর মোহন্ত আকাশ।
গতকালকের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফরিদপুরের জাহিদ মাহমুদ রিমন এবং সহকারী রেফারী ছিলেন পাবনার ফজলুল হক ও পাবর্তীপুরের মো. আলমগীর। আর পুরো খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন, দিনাজপুরের বীরগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু এবং পার্বতীপুরের স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান।
টুর্নামেন্টের চতুর্থ খেলায় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ) জালাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক বাবর আলী বাবর, কোষাধ্যক্ষ কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য শাহজাহান আলী সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম রাউন্ডের শেষ খেলায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বনাম সৈয়দপুর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।
উল্লেখ্য, দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫-২০২৬ এর নবম আসরে মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহনকারী ফুটবল দলগুলো হচ্ছে, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, সিরাজগঞ্জ সবুজ সংঘ স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ ওয়ান্ডারর্স ক্লাব, রাজবাড়ী সূর্য সেনা ক্লাব, সৈয়দপুর ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গার ফাইদা এগ্রো এন্ড মন্ডল স্পোর্টস, ঠাকুরগাঁও এসআরএফসি এবং নীলফামারী খান ব্রাদার্স। আগামী ৩০ জানুয়ারি ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে বলে আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :