নোয়াখালীতে রোলার চাপায় শিশুর মৃত্যু
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি রাস্তা মেরামতকাজে নিয়োজিত রোলারের চাপায় মো. আজিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম একই ওয়ার্ডের উত্তর বেজুখালিয়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সরকারি সড়ক সংস্কারকাজে নিয়োজিত একটি রোলার বেপরোয়া গতিতে চলছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুটির ওপর উঠে যায় রোলারটি। এতে রোলারের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় সে এবং তার মাথার এক পাশ থেঁতলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা রোলার চালক মো.জসিম উদ্দিনকে দুষছেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে রোলার চালক পলাতক রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি