ঘোড়াঘাটে ভুট্টার চাষ লাভ জনক হওয়ায় কৃষক হাজার হাজার একর জমি আবাদ শুরু করেছে
ঘোড়াঘাটে ভুট্টার চাষ লাভজনক হওয়ায় কৃষক হাজার হাজার একর জমি আবাদ শুরু করেছে
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টার চাষ লাভজনক হওয়ায় কৃষক হাজার হাজার একর জমি আবাদ শুরু করেছে বলে জানা গেছে। জানা যায়, ঘোড়াঘাটে ৩৩ শতাংশ জমিতে ভুট্টার আবাদ করে ২৯-৪৫ মন পর্যন্ত ভুট্টা হয়। ভুট্টা মাড়াই করার পর তার গাছগুলো জ্বালানি কাজে কৃষক ভর বছর ব্যবহার করে। ভুট্টার আটা থেকে উন্নত মানের বিস্কুট তৈরি করা হয়। কৃষক ভুট্টা ও গম মিশিয়ে আটা তৈরি করে ভর বছর সুস্বাদু রুটি খেতে পারে। ভুট্টা আধা ভাঙা করে উন্নত মানের মাছের খাবার তৈরি করা হয়। তাছাড়াও ভুট্টা মাড়াই করে প্রয়োজনে কৃষক কিছু ভুট্টা সিপিতে বিক্রি করলে তা বিদেশে রপ্তানি করা হয় এবং আমন ধান কাটার পর কার্তিক মাসের শেষে ভুট্টার চাষ করে। আবার চৈত্র মাসে ইরি, বোরো ধানও রোপন করা যায়। তাই ভুট্টার চাষ লাভজনক হওয়ায় কৃষক হাজার হাজার একর জমিতে ভুট্টার চাষ শুরু করেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি