সৈয়দপুরে ফল ব্যবসায়ীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের
নীলফামারীর সৈয়দপুরে ফল ব্যবসায়ী রোকনুজ্জামানকে (২৭) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে। আত্মহত্যাকারী রোকনুজ্জামানের বাবা রিকশাচালক মো. জহরুল হক নিজে বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে শনিবার থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছেন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর বানিয়ারপাড়ার মৃত. বাবু’র ছেলে আব্দুর রশিদ (৪৫), মোহাম্মদ আলী (৫৮) ও সেকেন্দার আলী সেকেন (৬০), একই এলাকার মো. ছাবের আলীর ছেলে আমজাদ হোসেন (৩৫), আব্দুর রহমান মাছুয়ার ছেলে মো. মাজেদুল (৩৩), মো. আব্দুল রশিদের ছেলে মো. ইমরান (২৫) এবং পশ্চিম বেলপুকুর কালারভিটার মৃত. বাবুর ছেলে মো. আফজাল হোসেন (৪৫)।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী গুয়াবাড়ি এলাকার জহরুল হকের ছেলে রোকনুজ্জামান (২৭)। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী। আর কাশির্মা বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর বানিয়াপাড়ার মৃত. বাবুর ছেলে আব্দুর রশিদ। গত ৯ জানুয়ারি তাঁর (আব্দুর রশিদ) বাড়িতে পালিত একটি গরু চুরি যায়। এতে তিনি (আব্দুর রশিদ) উপজেলার বোতলাগাড়ী দক্ষিন সোনাখুলী গুয়াবাড়ি এলাকার জহরুল হকের ছেলে ফল ব্যবসায়ী রোকনুজ্জামানকে চোর হিসেবে সন্দেহ করে এবং গরু চুরির সঙ্গে জড়িত বলে তাঁর নামে মিথ্যা অপরাদ রটায়। এরপর গত ১০ জানুয়ারি সকালে গরুর মালিক আব্দুর রশিদ কাশিরাম বেলপুকুর পশ্চিম বেলপুকুর মাঝাপাড়ার জামে মসজিদের মাইকে ফল ব্যবসায়ী রোকনুজ্জামান ও তাঁর বাবা জহুরুল হকের নাম উল্লেখপূর্বক চোর আখ্যায়িত করে মাইকিং করেন। আর গরু চুরির বিষয়টি নিয়ে মাইকে ঘোষনার পর থেকে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কানাঘুষা শুরু হয়। ঘটনাটি ফল ব্যবসায়ী রোকনুজ্জামানের কানে এলে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরবর্তীতে তিনি স্ত্রী মোছা. আবিয়া ওরফে আবিকে তাঁর মানসিক অবস্থার কথাও জানান। এরপর তিনি স্ত্রীকে আটা আনতে তাঁর বাড়ির পাশর্^বতী দোকানে পাঠান। আর এরই ফাঁকে ফল ব্যবসায়ী রোকনুজ্জামান বাড়ির নিজ ঘরের মধ্যে বাঁশের তীরে সঙ্গে তাঁর স্ত্রীর ব্যবহৃত ওঁড়না গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এরপর তাঁর স্ত্রী দোকান থেকে আটা নিয়ে বাড়িতে ফিরে এসে ঘরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি ধাক্কা দিয়ে দরজা খুলে তাঁর স্বামী রোকনুজ্জামানকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তাঁর আর্তচিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও আশেপাশের লোকজন দ্রæত ছুঁটে আসেন। এরপর বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে, ফল ব্যবসায়ী রোকনুজ্জামানকে গরু চুরির ঘটনায় সঙ্গে জড়িত থাকার মিথ্যা ও বানোয়াট অপবাদ ছড়িয়ে এবং মসজিদের মাইকে চোর হিসেবে আখ্যায়িত করে প্রচার করায় আত্মহত্যায় প্রচারণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যাকারী রোকনুজ্জামানের বাবা মো. জহরুল হক নিজে বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে গত শনিবার (১০ জানুয়ারি) সৈয়দপুর থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলা নম্বর: ৪, তারিখ: ১০/০১/২০২৬ইং। ধারা: ৩০৬।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ওই মামলার দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :