কোমলমতি শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে বিনামূল্যে টিফিন বিতরণ করছে আকবরিয়া
আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে সুস্থ, সচেতন ও মননশীল করে গড়ে তুলতেই মানবিক দায়বদ্ধতা ও সামাজিক চেতনা থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিন বিতরণ কার্যক্রম পরিচালনা করছে আকবরিয়া লিমিটেড।
সরকারের উদ্যোগে দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে। সরকারের এই উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে টিফিন বিতরণ করেছে আকবরিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজন কুমার দাস বলেন, আকবরিয়ার এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে উৎসাহিত করছে। আগে দেখা যেত অনেক শিক্ষার্থী টিফিনের বিরতিতে বাড়ি গিয়ে আর বিদ্যালয়ে ফিরে আসত না। টিফিন পেলে শিশুরা শ্রেণিকক্ষে দীর্ঘ সময় অবস্থান করতে পারে এবং পড়াশোনায় আগ্রহ বাড়ে। এর ফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। একটি জাতির ভবিষ্যৎ বিনির্মাণে এর কোনো বিকল্প নেই। মানবিক বোধ ও সহমর্মিতা যত বিকশিত হবে, সমাজ ততই সুন্দর হয়ে উঠবে। শুধু নিজের কল্যাণ নয়, অন্যের কল্যাণে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, বিদ্যালয়ে দীর্ঘ সময় অবস্থানের ফলে শিশুরা স্বাভাবিকভাবেই ক্ষুধার্ত হয়। এই সময় পুষ্টিকর টিফিন সরবরাহ করা হলে তাদের অবসাদ ও ক্লান্তি দূর হয় এবং তারা মনোযোগের সঙ্গে পাঠ গ্রহণ করতে পারে। শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিশুদের জন্য শিক্ষাবান্ধব ও মানবিক পরিবেশ তৈরিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ষ্টাফ রিপোর্টার