সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে তিন দিন থেকে মাছ বাজার বন্ধ
নীলফামারীর সৈয়দপুরে কতিপয় চাঁদাবাজ ব্যক্তির অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে গত চার দিন যাবৎ মাছ বাজার বন্ধ রয়েছে। ফলে মাছ বাজার বন্ধ থাকায় মাছ কিনতে এসে মানুষজন ফিরে যাচ্ছেন। এতে করে গত চারদিন ধরে মানুষের পাতে কোন রকম মাছই উঠছে না। চাঁদাবাজদের চাঁজাবাজি বন্ধ এবং তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত রোববার (১১ জানুয়ারি) মাছ ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
অভিযোগে জানা যায়, সৈয়দপুর আধুনিক পৌর সবজি মার্কেটের মাছ বাজারে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চাঁদাবাজি করে আসছিলেন ওয়াকার (৩৬) নামে জনৈক এক যুবক। তিনি শহরের গোয়ালপাড়া মসজিদ এলাকার জনৈক চুন্নুর ছেলে। মাছ বাজারের প্রতিটি দোকান ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছিলেন তিনি। তাকে চাঁদা না দিলে মাছ পরিমাপের দাঁড়িপাল্লা নিয়ে যাওয়া, মালামাল লুটপাটসহ ব্যবসায়ীদের মারপিট করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ ব্যবসায়ীদের নানা রকম হুমকি-ধমকি প্রদর্শন করা হয়। এনিয়ে তাঁর বিরুদ্ধে স্থানীয় থানা অভিযোগ দেওয়া হয়েছে ইতোমধ্যে। কিন্তু তারপরও তাঁর চাঁদাবাজি বন্ধ হয়নি। বরঞ্চ আগের চেয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছেন ওই চাঁদাবাজ ওয়াকার।
গত ৯ জানুয়ারি ওয়াকারের নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সৈয়দপুর আধুনিক পৌর সবজি মার্কেটে এসে কয়েকজন মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। এ সময় ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা ব্যবসায়ীদের ওপর চড়াও হয়। এতে চাঁদাবাজদের এলোপাতারি মারপিটে কয়েকজন আহত হন। পরবর্তীতে চাঁদাবাজরা ব্যবসায়ী সমিতির অফিস ভাঙচুর করাসহ মাছ ব্যবসায়ীদের ক্যাশবাক্স থেকে টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদের এবং চাঁদাবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে মাছ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। আর একই ঘটনার প্রতিবাদে গত রবিবার দুপুরে মাছ ব্যবসায়ীরা সম্মিলিতভাবে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর আধুনিক পৌর সবজি বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ হোসেন পলু ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়সহ অন্যান্য মাছ ব্যবসায়ীরা। এ সময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সমাধানের আশ্বাস দিলেও মাছ ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেনি।
সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে চিহিৃত চাঁদাবাজকে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় এ আন্দোলনে সৈয়দপুরের মুরগী ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, মাংস ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।
উল্লেখ্য, উত্তরজনপদের বাণিজ্যিক প্রধান শহর সৈয়দপুরে তিনটি মাছের বাজার রয়েছে। এসবের মধ্যে একটি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ ডা. সামসুল হক সড়কের মধ্যবর্তী স্থানে। শহরের পুরাতন এ মাছ বাজারটিতে পাইকারী ও খুচরা মাছ বেচাবিক্রি হয়ে থাকে। শহরের পুরাতন এই মাছ বাজারটি থেকে আশেপাশের মাছ ব্যবসায়ী মাছ সংগ্রহ করে থাকেন। সেখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে পিকআপ ও বিভিন্ন যান্ত্রিক বাহনে করে মাছ আসে এবং পাইকারি ও খুচরা বেচাকেনা হয়ে থাকে। এছাড়াও সৈয়দপুর আধুনিক পৌর সবজি মার্কেটে ও রেলওয়ে গেটবাজারে পৃথক পৃথক দুইটি মাছ বাজারও রয়েছে।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :