বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কারিগরি সহায়তা দানকারী টেলিটকের সঙ্গে বদলির সফটওয়্যারয়ের চুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিল। মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। চুক্তিতে আর কোন বাধা নেই।
বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের বহু প্রতীক্ষিত বদলি কার্যক্রমের বড় অগ্রগতি হয়েছে। বদলি সফটওয়্যার নির্মাণে কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান টেলিটক লিমিটেডের সঙ্গে চুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। ফলে যেকোনো সময় চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ ১২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান এর ফলে টেলিটকের সঙ্গে চুক্তি করতে আর কোন বাধা নেই।
কবে নাগাদ চুক্তি হতে পারে এ বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহে চুক্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য। তিনি আশ্বস্ত করেন বলতে পারি শীঘ্রই চুক্তি হবে।
একাধিক কর্মকর্তা জানান এমপিও ভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা নিয়ে কাজ চলছে।আশা করা যাচ্ছে দ্রুতই নীতিমালা প্রকাশ হবে।
উল্লেখ করা যেতে পারে এমপি ভুক্ত শিক্ষকদের বদলে নিয়ে উদ্যোগ নেয় মন্ত্রণালয়। প্রথমে শুধু এন এনটিআরসির সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে বেসরকারি শিক্ষকদের আন্দোলনের মুখে সরকার সার্বজনীন বদলির উদ্যোগ নেয়। এরপর মন্ত্রণালয় বেসরকারি শিক্ষকদের সার্বজনীন বদলির উদ্যোগ নেয়।

নিজস্ব প্রতিবেদক