শেরপুরে কৃষক হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত, গ্রেপ্তার দুই
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এক কৃষককে হত্যা করে মরদেহ ফেলে রাখার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পরপরই দ্রুত তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনদের শনাক্ত ও আটক করতে সক্ষম হয় পুলিশ।
নিহত কৃষকের নাম হামিদুল মণ্ডল (৪৫)। তিনি জামালপুর গ্রামের বাসিন্দা এবং মমতাজ মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে হামিদুল মণ্ডল ধানের টাকা আদায়ের উদ্দেশ্যে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন শনিবার সকালে গ্রামের পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, হামিদুল মণ্ডলকে আগে একটি বেগুনক্ষেতে মারধর করে হত্যা করা হয়। পরে ঘটনাটি আড়াল করতে মরদেহটি ধানক্ষেতে ফেলে রাখা হয়।
বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদত হোসেনের নির্দেশে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিনের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সোমবার বিকেলে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আতিক হাসান (২১) ও মো. রাকিবুল হাসান সিয়াম (১৬)। দুজনের বাড়িই জামালপুর গ্রামে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি মই ও রশি আলামত হিসেবে উদ্ধার করে জব্দ করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা আদালতের সামনে তুলে ধরা হবে।

শেরপুর প্রতিনিধি