পোরশায় এক নারীসহ ওয়ারেন্টভুক্ত সাত আসামী আটক
নওগাঁর পোরশায় ওয়ারেন্টভুক্ত একই পরিবারের এক নারীসহ ৪জন ও অপর ৩জনসহ মোট ৭জন আসামীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের নিতপুর চকবিষ্ণপুর ও গোপালপুর এলাকা থেকে পৃথক-পৃথকভাবে আটক করা হয়। আটকৃতরা হলেন চকবিষ্ণপুর গ্রামের মৃত জোহাক আলীর ছেলে আব্দুল হাই, আব্দুল হাইয়ের স্ত্রী ওয়াজেফা বেগম, তার দুই ছেলে এমদাদুল হক ও আহসান হাবিব। গোপালপুর গ্রামের মৃত কাবের মোল্লার ছেলে লতিফুর রহমান, হাবিবুর রহমান ও সইবুর রহমান। তাদের সকলের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে বলে জানাগেছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান নিশ্চিত করে জানান, মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :