নসিপি’র উদ্যোগে পার্বতীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উদ্যোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুই হাজার বিভিন্ন শ্রেনির পেশার মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারী) উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে ১২জন এমবিবিএস ডাক্তার এলাকার মানুষকে বিনা মূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেন। ১৯ সদস্য বিশিষ্ট ওই চিকিৎসক টিমের নেতৃত্ব প্রদান করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সমম্বয়ক ও ঢাকা মেডিকেল কলেজ রেসিডেন্সিয়াল নিউরো সার্জারি বিশেজ্ঞ ডা: আব্দুল আহাদ। অন্যান্য চিকিৎসকদের মধ্যে চিকিৎসা প্রদান করেন ঢাকা ডায়াবেটিস ও হরমোন বিভাগের ডা: এ এম এম আশরাফ উদ্দীন, চক্ষু বিভাগ (অপটোমেট্রিস্ট) ডা: মরিয়ম আক্তার, শ্যামল চন্দ্র শিমুল, মুখ ও দস্তরোগ বিভাগের ডা: আদনান হাসান, হৃদরোগ বক্ষব্যাধি, লিভার, পরিপাক, কিডনী, চর্ম ও যৌন রোগ মেডিসিন বিভাগের ডা: মোহাম্মদ ইলিয়াস, ডা: সা’দ, গোলাম তাহসিন চৌধুরী, বাত, ব্যাথা, প্যারালাইসিস, পেইন মেডিসিন, মস্তিক স্নায়ু রোগ বিভাগের ডা: মোবাশশির আহমেদ, ডা: ফারিয়া ফারজানা মিথি, পিজিওথেরাপি বিভাগে আবুল হাসনাইন পাটোয়ারী সায়েম, ইলেক্ট্রাকার্ডিওগ্রাফি (ইসিজি) বিভাগের আমিনা আহমেদ মুনিয়া, ডায়াবেটিস, ইউরিন, কিডনি, হিমোগ্লাবিন টেষ্ট বিভাগের রাজিয়া সুলতানা আখিঁ।
এব্যাপারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) দিনাজপুর জেলা যুগ্ম আহবায়ক এ্যাড. তারিকুল ইসলাম বলেন, এনসিপি’র উদ্যোগে আজকে দিনব্যাপী রামপুর ইউনিয়ন এলাকার মানুষের জন্য বিনামুলে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর-৫) আসনে এনসিপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: আব্দুল আহাদের নেতৃত্বে এই ফ্রি চিকিৎিসা সেবা দেয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যকে ইউনিয়ন বিনামূল্যে চিকিৎিসা সেবা দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, এনসিপি’র জেলা সাংগঠনিক সম্পাদক মো: জোবায়দুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক লোকমান হাকিম, পৌর সেক্রটারী এইচএম সামসুল ইসলাম, রামপুর ইউনিয়ন সমন্বয়কারি আজিজুল হাকিমসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ স্থানীয় শিক্ষক- শিক্ষিকা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ