শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বনভেটী মুক্তধারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় বনভেটী আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার।
বগুড়া জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জ্বলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, খরনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এনামুল কবির স্বপন, এ্যারিস্টো ফার্মা বগুড়া জোনের সেলস ম্যানেজার নজরুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, দ্রুত হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মারুফ হোসেন এবং খরনা আরাফাত হোটেলের স্বত্বাধিকারী আলমাস হোসেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সেমিফাইনাল খেলায় চন্ডীবর সৌখিন ক্লাব ও নওদাপাড়া একতা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে চন্ডীবর সৌখিন ক্লাব ২–০ গোলে জয়লাভ করে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ