নন্দীগ্রামে পিইপির মানবিক সহায়তা পেল আদিবাসী ৩১পরিবার
বগুড়ার নন্দীগ্রামে (পিইপি)-এর উদ্যোগে হতদরিদ্র ও আদিবাসী পরিবারের মাঝে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলঘড়িয়া এলাকায় অবস্থিত পিইপির সাব-সেন্টার কার্যালয়ে এসব সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাবেক কমিশনার ওগভর্নিং বডির সভাপতি মোয়াজ্জেম হোসেন, পিইপির ইউনিয়ন সমন্বয়কারী উজ্জল হোসেন, সাংবাদিক মামুন আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহায়তার বিবরণ
অনুষ্ঠানে মোট ৩১টি আদিবাসী ও হতদরিদ্র পরিবারে প্রায় ১ লক্ষ ২২ হাজার টাকা মূল্যের সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে ৫টি পরিবারের মাঝে ৪টি ছাগল, ১টি পরিবারকে ১টি গরু, ১৩টি পরিবারকে কম্বল, ১টি পরিবারের নলকূপ মেরামত, ১টি পরিবারকে নতুন স্যানিটেশন সুবিধা, ১০টি পরিবারকে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, আলু ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
ব্যতিক্রমধর্মী এনজিও (পিইপি) একটি ব্যতিক্রমধর্মী ও মানবিক এনজিও হিসেবে পরিচিত। এই সংস্থাটি কোনো প্রকার সঞ্চয় বা অর্থ গ্রহণ না করেই দীর্ঘদিন ধরে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। তাদের এমন নিঃস্বার্থ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
স্থানীয়দের প্রত্যাশা স্থানীয়রা জানান, পিইপির এই মানবিক সহায়তা কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার।

নন্দীগ্রাম প্রতিনিধি