শেরপুরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এনসিপি ও যুবশক্তির পরিচিতি
বগুড়ার শেরপুর উপজেলায় আসন্ন গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনগুলো। এবং জাতীয় যুবশক্তি শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহিপুর বাজার এলাকায় আয়োজিত সভায় শাহরিয়ার এনাম রাহাতকে আহ্বায়ক এবং ফজলে রাব্বিকে সদস্য সচিব করে ৫৯ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, আসন্ন গণভোটে জনগণকে সচেতন করা এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে যুবসমাজকে সংগঠিত করে মাঠপর্যায়ে সক্রিয় প্রচারণা চালানো হবে। নিয়মিত কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে গণভোটের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এস এম মাহমুদুল, মুখ্য সংগঠক মো. শওকত ইমরান, জেলা সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপু, যুগ্ম সদস্য সচিব আব্দুর সবুর সুমন, জাতীয় যুবশক্তি বগুড়া জেলা সদস্য সচিব ইয়াসিন আলী হিমেল এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আব্দুল আলিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি শেরপুর উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির আহ্বায়ক সাদিকুর রহমান অয়ন, বগুড়া জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সৈকত আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে নেতারা জানান, আসন্ন গণভোটকে সামনে রেখে ধারাবাহিক প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

শেরপুর প্রতিনিধি