বগুড়া-৩ আসনে পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৩ হাজার ৮১১ জন
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ৩ হাজার ৮১১ জন পোস্টাল ভোট দিতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ১৭৫ জন ও মহিলা ভোটার ৬৪২ জন নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৫৪০ জন।
জানা গেছে, দেশে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পোস্টাল ভোটে প্রবাসী ছাড়াও দেশের মধ্যে যারা নির্বাচনী কাজে যোগদান করবেন, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরীজীবী এবং আইনী হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সুযোগ পেয়েছেন এবং তারা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় সীমা ছিল গত ৫ জানুয়ারী। নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার শাহিন আলম জানান, এবারই প্রথম বিদেশে অবস্থারত রেমিটেন্স যোদ্ধারা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নিবদ্ধন করার সুযোগ পাচ্ছেন। যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের কাছে আগামী ২১ জানুয়ারীর মধ্যে পোস্টাল ব্যালট পৌছে যাবে। তারা ভোট প্রদান করে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তদের ভোট প্রদান করবেন। এ ক্ষেত্রে তাদের কোন খরচ লাগবে না।

আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ