সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ
বাংলা নাটকের বরপুত্র, নাট্যাচার্য সেলিম আল দীন-এর ১৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে বগুড়া থিয়েটার পরিবার ঢাকা একটি মানবিক কার্যক্রম সম্পন্ন করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকা, পঞ্চগড়, সাতক্ষীরা ও খুলনায় ২০০ জন শীতার্তকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহারের কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার রাতে এ কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন সড়কে বিশেষ করে কারওয়ান বাজার, পান্থপথ ও সেন্ট্রাল রোডে আশ্রয়হীন ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল ৮০ জন মানুষের মাঝে শীতের কম্বল উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়। উপহার গ্রহণকারীদের মধ্যে অনেকেই ছিলেন শিশু, নারী ও বৃদ্ধ।
বগুড়া থিয়েটার এবং বগুড়া থিয়েটার পরিবার ঢাকার বিভিন্ন পর্যায়ের সদস্যদের স্বতস্ফূর্ত অনুদানের মাধ্যমে একটি তহবিল গঠন করে এই মহতী উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়।
বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আহ্বায়ক জুলফিকার হুসাইন সোহাগ-এর নেতৃত্বে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জনি, সিনিয়র সদস্য লেনিন ফিরোজী ও বুলবুল আহমেদ জয়, সদস্য রেজওয়ান রাফি, ঐশী রায় এবং সাকিব হাসান।
শীতের রাতে রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় মানুষগুলোর কাছে একটি কম্বল ছিল সেই মুহূর্তের সবচেয়ে প্রয়োজনীয় উপহার। কম্বল পেয়ে তাদের মুখে ফুটে ওঠা হাসিই মানবিকতার প্রকৃত অর্থকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। এই অনুপ্রেরণার ধারাবাহিকতায় ভবিষ্যতেও বগুড়া থিয়েটার ও বগুড়া থিয়েটার পরিবার ঢাকার উদ্যোগে এ ধরনের আরও মানবিক কার্যক্রম গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়াও এই কর্মসূচির অংশ হিসেবে এসপ্তাহেই বাংলাদেশ গ্রাম থিয়েটারের তত্ত্বাবধানে পঞ্চগড়ের বোদায়, খুলনার মংলায় ও সাতক্ষীরা জেলায় স্থানীয় সদস্য সংগঠনের নাট্যকর্মীদের মাধ্যমে আরো ১২০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র উপহার হিসেবে পৌঁছে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক