কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান
রোববার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার কাশিমালায় জাকির হোসেন ইটভাটায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আদর্শে অনুপ্রেণিত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার বিএনপি মনোনীত পদপ্রার্থী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের উপস্থিতিতে বিএনপিতে যোগদান করেন বীরকেদার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজন।
বিএনপিতে যোগদানকারীরা হলেন কাহালুর বীরকেদার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক ও বীরকেদার ইউ পির সাবেক সদস্য আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী ও ই্টভাটা মালিক সমিতির সভাপতি জাকির হোসেন ও বীরকেদার ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাসির হোসেন প্রমূখ।
বিএনপিতে যোগদান কারীদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার বিএনপি মনোনীত পদপ্রার্থী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আজিজার রহমান বাবলু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি