সান্তাহার জংসন স্টেশন থেকে ঢাকাগামী ট্রেনের টিকিটের চাহিদা বেশি
বৃটিশ আমলে নির্মিত ও নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ সান্তাহার জংসন স্টেশন। বগুড়া,নওগাঁ ও জয়পুরহাটের মোহনায় অবস্থিত হওয়ার কারণে এই ষ্টেশন অনেক গুরুত্ব বহন করে। বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে এটি অবস্থিত।এই স্টেশনের উপর দিয়ে ২২টি আন্তঃনগর ও অনান্য ট্রেন আসা-যাওয়া করে। রেলওয়ের পশ্চিম জোনের জনগুরুত্বপৃর্ণ স্টেশন হওয়ায় এই স্টেশনের সান্তাহার থেকে ঢাকাগামী ট্রেনগুলির টিকিটের আসন সংখ্যার চেয়ে চাহিদা অনেক বেশি। কিন্তু সে তুলনায় টিকিট বরাদ্দ কম। ফলে দীর্ঘদিন থেকে যাত্রীদের টিকিট নিয়ে ভোগান্তির সীমা নেই। ফলে টিকিট বরাদ্দ কম থাকায় বাধ্য হয়ে যাত্রীরা কালোবাজারে দ্বিগুন টাকা দিয়ে টিকিট কিনে। বিশেষত ঈদ মৌসুমে এই সমস্যা প্রকট হয়ে ওঠে।
রেলওয়ে পশ্চিম জোন রাজশাহী দপ্তর সূত্রে জানা গেছে, সান্তাহার স্টেশন থেকে দিনে ও রাতে ঢাকাগামী ৯টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এগুলি হলো, পঞ্চগড়, চিলাহাটি, দ্রুতযান,নীলসাগর,লালমনি,রংপুর,একতা, বুড়িমারী ও কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেন। রেলসূত্রে জানা যায়, রেলওয়ের নিয়মানুসারে ট্রেনের নিদিষ্ট দিন থেকে ১০ দিন আগে টিকিট কাউন্টারে ও অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যায়। কিন্তু টিকিটের বরাদ্দ তুলনায় টিকিটের আসন কম থাকায় অধিকাংশ যাত্রীদের কাঙ্খিত টিকিট পেতে হিমসীম খেতে হয়। অন্যদিকে রেলযাত্রা সহজ,আরামদায়ক ও ঝুঁকিপূর্ণ হওয়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রীসংখ্যা বেড়েছে। এ ছাড়া দুরপাল্লার বাসের টিকিটের মূল্যর চেয়ে ট্রেনের টিকিটের মূল্য কম হওয়ায়ও ট্রেন যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, সান্তাহার থেকে ঢাকাগামী দুরপাল্লার বাসের টিকিটের মূল্য ৭০০-৮০০ টাকা। অন্যদিকে সান্তাহার থেকে ঢাকা আন্তঃনগর ট্রেনের টিকিটের মূল্য শোভন ৪৭৫ টাকা। তাই দিন দিন ট্রেনের যাত্রীসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সান্তাহার থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট সংখ্যা বৃদ্ধি পায়নি।
সান্তাহার জংসন স্টেশনের বুকিং দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকাগামী রংপুর আন্তঃনগর ট্রেনের মোট টিকিটের সংখ্যা ৪৫টি। এর মধ্যে শোভন চেয়ার কাউন্টারে ২০টি,অনলাইনে তা ২০টি, এসি কাউন্টারে ৩টি ও অনলাইনে তা মাত্র ২টি। একতা আন্তঃনগর ট্রেনে মোট টিকিট বরাদ্দ ৫০টি। এর মধ্যে শোভন চেয়ার কাউন্টারে ২৫টি, সেটি অনলাইনে ২২টি, এসি কাউন্টারে ২টি, ও অনলাইনে এসি মাত্র ১টি টিকিট।কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা ৭৮টি।এর মধ্য শোভন চেয়ার কাউন্টারে ৩০টি, অনলাইনে ৩০টি এসি কাউন্টারে ৮টি, অনলাইনে৭টি, বাথ কাউন্টারে ২টি এবং অনলাইনে ২টি টিকিট।লালমনি আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা মোট ৫০টি। এর মধ্যে শোভন চেয়ার কাউন্টারে ২৫টি, অনলাইনে ২০টি, এসি কাউন্টারে ৩টি এবংঅনলাইনে ২টি টিকিট।পঞ্চগড় আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা ১১৯টি। এরমধ্যে শোভন চেয়ার কাউন্টারে ৫০টি, অনলাইনে ৫০টি,এসি কাউন্টারে ৮টি,অনলাইনে ৭টি ও বাথ কাউন্টারে ৪টি টিকিট বরাদ্দ এই স্টেশনে।নীলসাগর আন্তঃনগর ট্রেনে আসন আছে ৬৪টি। এর মধ্যে শোভন চেয়ার কাউন্টারে ২৫টি,অনলাইনে ২২টি,এসি কাউন্টারে ৮টি,অনলাইনে ৭টি,বাথ কাউন্টারে ১টি ও অনলাইনে ১টি টিকিট বরাদ্দ মাত্র। চিলাহাটি আন্তঃনগর ট্রেনের মোট টিকিট আসন ৮৪টি। এর মধ্যে শোভন চেয়ার ৫০টি, এসি/ স্নিগ্ধা টিকিট ৩০টি, এসি কাউন্টার ৪টি, বুড়িমারী আন্তঃনগর ট্রেনের আসন বরাদ্দ ২৫টি। এর মধ্যে শোভন চেয়ার কাউন্টার ২০টি, এসি ৫টি টিকিট। সান্তাহার থেকে ঢাকাগামী ৯টি আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা ৬৬০টি, অপরদিকে এই টিকিটের বিপরীতে যাত্রীর চাহিদা টিকিট প্রায় হাজার প্রতিদিন। সান্তাহার স্টেশনের বুকিং সহকারী সোহেল রানা জানান, জংসন শহর হওয়ায় এখানে টিকিটের চাহিদা অনেক। টিকিট নিয়ে আমরা হিমসিম খাচ্ছি। এই স্টেশনে আরো টিকিট বরাদ্দ দরকার।
নিয়ম অনুসারে সকাল ৮টায় টিকিট কাউন্টারে খুলে যায়। কিন্তু কিছু ক্ষণের মধ্যে সব টিকিট প্রায় শেষ হয়ে যায়। আবার অনলাইনে রাত ১২ টার পর থেকে টিকিট পাওয়া যায়। সেটিও স্বল্প সময়ের টিকিট শেষ হয়ে যায়। বর্তমানে একজন যাত্রী কাউন্টারে একসাথে সর্বোচ্চ ৪টি টিকিট পায়। আবার ঈদ মৌসুমে অধিক টিকিটের চাহিদা থাকায় পরিস্থিতি আরো গভীর সংকটে পরিনত হয়। তখন যাত্রীরা ট্রেনের ছাদে ভ্রমন করতে বাধ্য হয়। টিকিট কালোবাজারির দৌরাত্মও বেড়ে যায়।
ঢাকাগামী যাত্রী সংখ্যা বৃদ্ধির কারনে সান্তাহার জংসন স্টেশনে প্রতিটি আন্তঃনগর ট্রেনে চাহিদা মোতাবেক আসন অথবা সান্তাহারের জন্য অতিরিক্ত কোচ বরাদ্দ করা প্রয়োজন বলে যাত্রীরা মনে করেন।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার সাবেক মেয়র গোলাম মোরশেদ জানান, সান্তাহার জংসন একটি প্রাচীন ও ঐতিহ্যবাহি স্টেশন। নওগাঁর ১১টি উপজেলাসহ বগুড়ার আদমদীঘি উপজেলার সহস্্রাধিক মানুষ প্রতিদিন এ ষ্টেশন দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে। তাই এই স্টেশনের টিকিটের আসন বৃদ্ধি করা হোক।
সান্তাহার জংসন স্টেশনের স্টেশন মাস্টার মোছাঃ খাতিজা বেগম জানান, সান্তাহার স্টেশনে টিকিটের আসনের তুলনায় চাহিদা বেশি। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই স্টেশনের টিকিটের আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য আবেদন করেছি।

আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ