চট্টগ্রাম বিভাগে শীত উপহার বিতরণ
“মানুষ মানুষের জন্য” দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশের মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের দুস্থ অসহায় এতিম, প্রতিবন্ধি, শ্রমিক ও শীতার্তদের মাঝে চলমান শীত উপহার সামগ্রী (কম্বল) বিতরণ কর্মসূচি ২০ জানুয়ারি ২০২৬ সম্পন্ন করা হয়েছে।
চট্টগ্রাম নগরের সদরঘাট, নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ, বোয়ালখালী উপজেলাধীন খরণদ্বীপ ও রাঙ্গামাটি নানিয়ারচর কাউন্সিল পাড়ায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। সহযোগিতা করেন, লন্ডনের ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশন, হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশন, কাউন্সিলার মোহাম্মদ আয়াছ মিয়া ও চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্ট।
উক্ত বিতরণে সভাপত্বি করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। সাংগঠনিক সচিব সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, যুগ্ম মহাসচিব মো. নুরুল হুদা চৌধুরী, সদস্য রওশনআরা বেগম, ইয়াছমিন আকতার, প্রিয়া বেগম, সাংবাদিক মেহেদী ইমাম প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, প্রতি বছরেরন্যায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় অসহায় দুস্থ ও গরিবদের মাঝে আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রাম প্রতিনিধি