ঘোড়াঘাটে ভ্রাম্যমান আদালতে ৪টি ডায়াগনষ্টিক সেন্টারে ৪২ হাজার টাকা জরিমানা
দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমান আদালতে ৪টি ডায়াগনষ্টিক সেন্টারে ৪২ হাজার টাকা জরিমানা মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও ক্যামিকেল জব্দ করা হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর আদর্শ ডায়াগনষ্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা, ডুগডুগীহাটে এস,এ ডায়াগনষ্টিক সেন্টারে রোগীর চিকিৎসা দেয়ার সময় ভুয়া ডাক্তার কামাল হোসেনের ৩০ হাজার টাকা, রাণীগঞ্জ বাজারে ইসলামিক ডায়াগনষ্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা ও একই বাজারে মোস্তাক ডায়াগনষ্টিক সেন্টারে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ২ হাজার টাকা সহ মোট ৪২ হাজার টাকা জরিমানা করেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওছার। এসময় তার সঙ্গে ছিলেন ঘোড়াঘাট সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় ঘোড়াঘাট থানার এস আই মামুন সহ সঙ্গীয় ফোর্স তার সঙ্গে ছিল বলে জানা গেছে।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি