নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২২শে জানুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ (ভদ্রাবতীতে) উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য ককর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতামাজগ্রাম (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান সামছুরর রহমান, নন্দীগ্রাম ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক আকতার হোসেন, সরকারী মহিলা ডিগ্রী কলেজের প্রতিনিধি আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা নার্গিস আক্তার, উপজেলা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, নন্দীগ্রাম শিল্প-বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা, উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার কামরুল ইসলাম, গ্রাম-আদালতের সমন্বয়কারী ইয়াছিন আলী প্রমুখ।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

নন্দীগ্রাম প্রতিনিধি