সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) সকালে শহরের কয়ানিজপাড়ায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির নিজম্ব চত্বরে ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতীকী মশাল হাতে নিয়ে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল ।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমানসহ অন্যান্য সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুর প্রথম দিনে শিক্ষার্থীরা স্বতঃস্ফুতভাবে অংশ নেন।
অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল বলেন, আজ বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হলো। শ্রেণি ও ইভেন্ট অনুযায়ী প্রতিযোগিতা চলবে সপ্তাহব্যাপী। তিনি প্রতিযোগিতায় প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীদের শ্রেণি অনুয়ায়ী অর্ধশতাধিক ইভেন্টে অংশ গ্রহনের আহবান জানান। আর চলতি মাসের শেষে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার কর্তৃক সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ পরিচালিত হয়ে আসছে। বিগত ১৯৯১ সালে স্থানীয় কিছু শিক্ষানুরাগী ও বিদ্যোৎসাগী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :