দুই জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে জামায়াত প্রার্থী নূরের নির্বাচনী প্রচারণা শুরু
জুলাই যোদ্ধা শহীদ মনিরুল ইসলাম এবং শহীদ আবু রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী তিনি বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা, গুনাহার ইউনিয়ন ও আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতেই তিনি দুপচাঁচিয়ায় জুলাই আন্দোলনে নিহত শহীদ মনিরুল ইসলামের কবর জিয়ারত করতে যান। এরপর দুপচাঁচিয়া পৌরসভা এলাকায় শহীদ আবু রায়হানের কবর জিয়ারত শেষ করেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ইজাজ আল ওয়াসী জিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক হাফেজ আব্দুর নূর, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে তিনি উপজেলার একটি পৌরসভা ও একটি ইউনিয়ন এবং আদমদীঘি উপজেলার একটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি যান এবং হাট-বাজারের দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ