নন্দীগ্রামে মধ্যরাতে প্রাইভেট কার–মিনি ট্রাকের সংঘর্ষে আহত-২
বগুড়া–নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার দামগাড়া এলাকা সংলগ্ন সড়কে বৃহস্পতিবার মধ্যরাতে একটি প্রাইভেট কার ও মালবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক ও মিনি ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত গভীর হলে মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে চলাচলকালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে পাথরবাহী মিনি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহনই সড়কের ওপর ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকে এবং চালকরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীর নন্দীগ্রাম ৪০ বীর সেনা ক্যাম্পের একটি চৌকস ও দায়িত্বশীল টিম। সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (সজিমেক)-এ পাঠানো হয়।
স্থানীয়রা জানান, গভীর রাতে এমন দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তবে সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও পেশাদার উদ্ধার তৎপরতার কারণে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে, যা অনেকটাই স্বস্তি এনে দেয়।
এ বিষয়ে নন্দীগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।
এদিকে স্থানীয় সচেতন মহল বগুড়া–নাটোর মহাসড়কের নন্দীগ্রাম অংশে বারবার দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ, রাতের বেলায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নন্দীগ্রাম প্রতিনিধি