নন্দীগ্রামে কৃষিজমি থেকে অবৈধ ভাবে মাটি কর্তন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কৃষিজমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কর্তনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ) বিকেল ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে, যা কৃষিজমির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় নাটোর জেলার সিংড়া উপজেলার আরশেদ আলীর ছেলে আকরাম (৩৮)কে ৫০ হাজার টাকা জরিমানা করেন, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কর্তনের ফলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও মোবাইল কোর্টসহ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নন্দীগ্রাম প্রতিনিধি