বিএনপির প্রার্থীকে দ্বিতীয় দফা শোকজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়েছে।
সোমবার নির্বাচনি অনুসন্ধান বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।
নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
১১ জানুয়ারি নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারের অভিযোগে শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে শোকজ দিয়েছিল নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
দ্বিতীয় দফায় পাঠানো এ কারণদর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। গত ১৬ জানুয়ারি রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ডুবাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় রানীনগর উপজেলার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে বড়গাছা এলাকার সাদেকুল ইসলাম, হাকিম, লেবু, শাহিন ও আজাদসহ আরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী আলমগীর করিরের সমন্বয়ক পাভেল রহমানের পথসভায় প্রতিরোধ করে অগ্নিসংযোগ করে তাদের বাধা দেন।
এ বিষয়ে কথা বলতে নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি