পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে মিনি পার্ক ‘পায়রাবতী’র শুভ উদ্বোধন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে মিনি পার্ক"পায়রাবতী'র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মিনি পার্ক ‘পায়রাবতী’-এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাছের চারা রোপণের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে থাকা পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ সবুজায়ন ও পরিবেশ বান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং উপজেলা পরিষদ চত্বরে এমন একটি মিনি পার্ক নির্মাণকে স্থানীয় জনগণের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। পার্কটি স্থানীয়দের বিনোদন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ