শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার উদ্যোগে শীতার্ত মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর কুঠিপাড়ায় অবস্থিত আকবারিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ব্যবস্থাপক কাজী মাশুকুল আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই কম্বল তুলে দেন।
এ সময় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার এ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার রেহান আলী রনি, সভাপতি মাদ্রাসা কমিটির পক্ষে আলহাজ্ব মো. শহিদুল কোরবান শিযু খান, কার্যনির্বাহী সদস্য মো. ওয়াদুদ আহম্মেদ খান তুহিন ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ব্যবস্থাপক কাজী মাশুকুল আলম জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরেই শীত মৌসুমে এলাকার অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারেও আমাদের শাখা থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :