পোরশায় বাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সারাইগাছী এলাকা থেকে উৎস রায় নামের এক বাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ উৎস রায় সারাইগাছী গ্রামের কোকিল চন্দ্র রায়ের ছেলে। গত রোববার সকালে উৎস বাড়ি থেকে বের হয়ে সে আর আসেনি। তার গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে কাল রংগের সোয়েটার ও পরনে কফি কালারের প্যান্ট ছিল। তার আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে মঙ্গলবার তার বড় বোন সৌরভী রানী পোরশা থানায় একটি জিডি করেন। (জিডি নং-১৩১৭) কোন ব্যক্তি উক্ত নিখোঁজ যুবকের সন্ধান পেলে পোরশা থানায় জানানোর অনুরোধ করেছেন তার পরিবার।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :