সৈয়দপুরে উর্দূূ স্পিকিং সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে উর্দূভাষীদের অধিকার ও পুনর্বাসন বিষয়ক সংগঠন উর্দু স্পিকিং পিপলস্ ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের (ইউএসপিওয়াইআরএম) উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার এবং আর আগে গত মঙ্গলবার ও সোমবার তিন দিন ধরে শহরের বাঙ্গালীপুর সরকারপাড়া, বানিয়াপাড়া ও বিভিন্ন ক্যাম্প এলাকায় স্বে^চ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অফ সৈয়দপুর এর সার্বিক সহযোগিতায় ওই কম্বল বিতরণ করা হয়।
উর্দূ স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের (ইউএসপিওয়াইআরএম) সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পীর মোহাম্মদ উপস্থিত থেকে শীতার্তদের হাতে ওই শীতবস্ত্র তুলে দেন।
এ সময় হিউম্যানিটি অফ সৈয়দপুর এর সুলতান, সাজু, আরিফ ও রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণকালে উর্দূ স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের (ইউএসপিওয়াইআরএম) সিনিয়র সহ-সভাপতি পীর মোহাম্মদ বলেন, এ অঞ্চলে বর্তমানে মাঘ মাসের তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের সংগঠন ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরণের মানবিক কর্মকান্ড অব্যাহত রাখবে।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :