আদমদীঘির শহরে প্রচার আছে, গ্রামে গণভোট অন্ধকারে
বগুড়ার আদমদীঘিতে সাধারণ মানুষের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ থাকলেও গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। সরকারের পক্ষ থেকে গণভোট বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে জানানো হলেও বাস্তবে উপজেলার প্রত্যন্ত গ্রামে এ সংক্রান্ত কার্যক্রম কম। ফলে সাধারণ ভোটারদের মধ্যে গণভোট নিয়ে বিভ্রান্তি রয়েছে। ভোটাররা সংসদ নির্বাচনের দলীয় প্রতীকে ভোট দিতে অভ্যস্ত হলেও গণভোটের ব্যালট পেপার তাদের কাছে নতুন ও অপরিচিত। পর্যাপ্ত প্রচার ও দিকনির্দেশনার অভাবে ভোটারদের বড় একটি অংশ বুঝতেই পারছেন না হ্যাঁ বা না ভোট কীভাবে দিতে হবে। সচেতন মহলের আশঙ্কা, বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা না হলে ভোটগ্রহণের দিন জটিলতা সৃষ্টি হতে পারে
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া-৩ সংসদীয় আসনে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৫৪০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮২৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।এ আসনে ৪৭৬ জন নারী ভোটার বেশি রয়েছে।বগুড়া-৩ আসনে পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৩ হাজার ৮১১ জন।
সদর উপজেলার নশরৎপুর ইউনিয়নের আজিজার রহমান বলেন, ‘হ্যাঁ-না ভোটের কথা আমি কিছুই বুঝি না। আমি দীর্ঘদিন ধরে দলীয় প্রতীকে ভোট দিয়ে আসছি। প্রতীক ছাড়া ভোট দেওয়া আমার জন্য কঠিন।’
ওই এলাকার ব্যবসায়ী জমসেদ আলী বলেন, ‘যাকে ভালো লাগবে তাকেই ভোট দেব।’ সদরের ইউনিয়নের নারী ভোটার দেলওয়ারা বেগম বলেন, ‘হ্যাঁ-না ভোট সম্পর্কে কিছুই জানি না।
সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের গৃহিনী বিলকিস বানু বলেন, আমি অশিক্ষিত মানুষ। কিছু পড়তে পারি না। টিপসই দিয়ে জীবন পার করলাম। এখন অশিক্ষিত মানুষ হয়ে গণভোট কি ভাবে দেব? বুঝতে পারছি না।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্র্টানিং কর্মকর্তা মাসুমা বেগম এ বিষয়ে জানান, গণভোট বিষয়ে ব্যাপক কর্মসূচি আছে সরকারের। আমার এখানে বিভিন্ন দপ্তর, ইউপি চেয়ারম্যানগন বিষয়টি প্রচার করছেন। এ ছাড়া নির্বাচন কমিশন তো করছেই।

আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ