দেড়যুগ পর পিতৃভূমিতে আসছেন তারেক রহমান
মমতাময়ী মাকে হারানোর শোককে সঙ্গী করেই দীর্ঘ প্রায় ১৯ বছর পর বৃহস্পতিবার পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান। ঘরের ছেলেকে বরণে তাইতো উন্মুখ হয়ে আছে বগুড়াবাসী। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ।
রং তুলি আচড়ে নব রূপে সাজানো হয়েছে শহরের নবাব বাড়ি সড়কে অবস্থিত তার রাজনৈতিক কার্যালয়। শহরের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে স্বাগত ব্যানার ও ফেস্টুন। এর আগে গত ১১ই জানুয়ারি তারেক রহমানের বগুড়াসহ উত্তরাঞ্চল সফরে আসার কথা থাকলেও তা হঠাৎ করেই বাতিল হয়েছিল। সে সময় বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণ দোয়ার আয়োজন করা হলেও এবার স্থান পরিবর্তন করে সবকিছু ঠিকঠাক থাকলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তার নির্বাচনী জনসমাবেশ।
এ প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওনা দেবেন। আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। এরপর রাত আনুমানিক ৮টার পর বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।’
এদিকে শহর ছাড়িয়ে উচ্ছ্বাস ছড়িয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলীর জিয়াবাড়িতেও। দীর্ঘ বছর অযত্ন আর অবহেলায় পড়ে থাকা বাড়িটিও যেন ফিরে পেয়েছে তার প্রাণ। আগামী ৩০শে জানুয়ারী বাগবাড়ির বাড়িতে তারেক রহমানের আগমনের খবরে গ্রাম জুড়ে যেন বইছে ঈদের আনন্দ।
অতীতের স্মৃতিচারণ করে গাবতলী জিয়া বাড়ির কেয়ারটেকার জানান, সর্বশেষ ২০০৬ সালে ছোট ভাই আরাফাত রহমান কোকো কে সাথে নিয়ে বগুড়ায় এসেছিলেন তাদের সন্তান তারেক রহমান। তিনি আগে যতবার বগুড়ায় এসেছেন ততোবারই একটি বার হলেও নিজের পিতৃভূমি এই জিয়া বাড়িতে রাত্রি যাপন করেছেন অথবা সময় কাটিয়ে গিয়েছেন। তার আবারো আগমনের অপেক্ষায় দীর্ঘ ১৮ বছর তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাদের।
বগুড়ায় তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা বলেন,
২৯শে জানুয়ারী রাজশাহী ও দুপুরে নওগাঁয় নির্বাচনী জনসমাবেশ শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যার পর পর বা রাতে আলতাফুন্নেছা খেলার অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। যদিও সকল নেতৃবৃন্দকে জনসমাবেশের জন্য বিকেল পাঁচটায় সময় দেয়া হয়েছে। এরপর হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করে পরদিন তার নির্বাচনী এলাকা বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে অংশ নিবেন তিনি। এইদিন তিনি বনানী থেকে মাটিডালী হয়ে শহরের চারমাথা ও তিনমাথায় এলাকাতেও ধানের শীষের প্রচারণা চালাবেন। পরে নাজ গার্ডেনে আবারো দুপুরের খাবার শেষ করে লিচুতলা বাইপাস হয়ে সাবগ্রাম ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ করবেন। পরবর্তীতে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার একটি জনসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। সেটি শেষ করে তিনি পা রাখবেন নিজের পিতৃভূমি বাগবাড়িতে।
এদিকে তারেক রহমানের আগমনে লাখো মানুষের সমাগমকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসনও। সমাবেশস্থল থেকে শুরু করে পুরো বগুড়া নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি মাঠে থাকছে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও। এ প্রসঙ্গে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, বগুড়ায় প্রবেশ সীমানা থেকেই জেলা পুলিশের একাধিক টিম জনাব তারেক রহমানের নিরাপত্তা বলয় নিশ্চিতে কাজ করবেন। পোশাকে ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি জেলা জুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। ইতিমধ্যেই জন সমাবেশের স্থান শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ তারা পরিদর্শন করেছেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে তারা প্রস্তুত রয়েছেন।
এদিকে ঘরের ছেলেকে আপনত্বের টানে বরণ করে নিতে কোন খামতি রাখতে চাইনা বগুড়াবাসী। নেতাকর্মীদের প্রত্যাশা, বগুড়ায় তার আগমন হবে আরেকটি ইতিহাসের অংশ।

ষ্টাফ রিপোর্টার