সৈয়দপুরে আল-ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত
নীলফামারী সৈয়দপুরে আল-ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল তিনটায় শহরের বাঁশবাড়ী এলাকায় অবস্থিত একাডেমির চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক ও সাবেক বিশিষ্ট ক্রীড়াবিদ মো. আবুল কাশেম।
আল-ফারুক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৪টি ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এতে বিজয়ী ১৬২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
আল-ফারুক একাডেমির সহকারি শিক্ষক মামুনুর রহমান ও ফরহাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরকার, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নাজমুল হক খোকনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুধীজন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :