পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির -এর নির্বাচনী জনসভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী
ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির -এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৯ নং মাগুড়া ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর আয়োজনে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী জনসভায় জেলা কৃষক দল পঞ্চগড় এর সাবেক সভাপতি ও মাগুড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি এম এ করিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পঞ্চগড় ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি'র সভাপতি আবু দাউদ প্রধান । ওলামা দলের জেলা আহ্বায়ক মুফতি মহিবুর রহমান, যুবদলের আহ্বায়ক আবু জাহিদ প্রধান শাহিন প্রমুখ। এ সময় যুব দলের সদস্য সচিব মজিবর রহমানসহ ইউনিয়ন বিএনপি' ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি