ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে।
ওরিয়েন্টেশনে “ইয়ুথ অপরচুনিটিজ ইন দ্য এজ অফ এআই: বোল্ড ফিউচারস আর বর্ন অ্যাট দ্য এজ অফ ডিজিটাল চেঞ্জ” শিরোনামে বক্তব্য দেন ইওহান বুসে। তিনি বলেন, “এআই এর এই সময়টাকে অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বলে। আমি এটাকে অগমেন্টেড ইন্টেলিজেন্স বলি। এআই আমাদের সবার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, “এআই এখন প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। এটি কাজের গতি বাড়িয়েছে। এটি অনেকটা নতুন বিদ্যুতের মতো। যারা এটি ব্যবহার করতে শিখেছে, ভবিষ্যৎ তাদের হাতে। আগামী দিনগুলোতে চাকরির প্রায় ৮০ ভাগ ক্ষেত্রেই এআই ব্যবহার হবে।”
ইউহান বুসে শিক্ষার্থীদের এআইয়ের সুযোগ কাজে লাগাতে বলেন। তিনি বলেন, “এআই সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকল্প হতে পারবে না। তাই এআই সতর্কতা ও নৈতিকতার সঙ্গে ব্যবহার করতে হবে। আপনাকেই এআই নিয়ন্ত্রণ করতে হবে, এআই যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে।”
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “তোমাদের দায়িত্ব হলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলা। এটি করতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো অন্যদের চেয়ে ভিন্নভাবে চিন্তা ও কাজ করা।” তিনি সমাজের সবাইকে একসঙ্গে নিয়ে এগোতে এবং মানুষের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের উপদেশ দেন।”
তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “এখন আমাদের দেশের তরুণদের ৪০ শতাংশ বেকার। যারা বিদেশে কাজের জন্য যায়, তারাও সব সময় কাজ পায় না। তোমাদের উচিত আরো বেশি জ্ঞানচর্চা করা।”
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অডিও–ভিজ্যুয়ালের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির ইতিহাস এবং প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের শিক্ষাদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, রেসিডেন্সিয়াল সেমিস্টার, ক্লাবের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এর মাধ্যমে মানসম্মত শিক্ষার প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকার তুলে ধরা হয়।
অনুষ্ঠানে তিনজন শিক্ষার্থীকে তাদের উদ্ভাবন ও বিশেষ অর্জনের জন্য সম্মাননা দেওয়া হয়। তারা হলেন কম্পিউটার সায়েন্স বিভাগের ফিরোজা মেহজাবিন, স্কুল অফ ল এর তাসমিয়া মাহমুদ পারিশা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লামিয়া আহমেদ খান। ফিরোজা মেহজাবিন তার তৈরি এআইভিত্তিক বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ অ্যাপ “ইশারা”র জন্য গ্রামীণফোন ফিউচারমেকার্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তাসমিয়া মাহমুদ পারিশা ভারতে একটি আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটির দলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যান এবং পঞ্চম স্থান অর্জন করেন। লামিয়া আহমেদ খান নেপালে একটি তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন। ওই প্রতিযোগিতায় তার তিন সদস্যের দল সিলভার পদকও পায়।
ওরিয়েন্টেশনে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক এবং প্রক্টর ড. রুবানা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাব “মনন”-এর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক