পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খান ব্রাদার্স চ্যাম্পিয়ন
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৈয়দপুর ফুটবল কোর্চিং সেন্টারকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নীলফামারীর জলঢাকা উপজেলার পাঠানপাড়ার খান ব্রাদার্স। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। আর এ ফাইনাল খেলার মধ্যদিয়ে প্রায় প্রায় মাসব্যাপী আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।
গতকাল শুক্রবার ফাইনাল খেলায় নীলফামারীর জলঢাকা উপজেলার পাঠানপাড়া খান ব্রাদার্ম বনাম সৈয়দপুর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় নীলফামারীর জলঢাকা উপজেলার পাঠানপাড়ার খান ব্রাদার্সের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহরিয়ার ইমন তাঁর দলের পক্ষে প্রথম গোলটি করেন। এতে করে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে নীলফামারীর খান ব্রাদার্ম। পক্ষান্তরে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৩ মিনিটের মাথায় নীলফামারীর খান ব্রাদার্স এর ১০ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বো -বো দলের পক্ষে আরো একটি গোল করেন। পরবর্তীতে খেলা শেষ পর্যন্ত আর কোন দলই গোল করতে পারেনি। এতে করে নীলফামারীর জলঢাকা উপজেলার পাঠানপাড়ার খান ব্রাদার্স ২-০ গোলে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গতকালকের ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন নীলফামারীর জলঢাকার খান ব্রাদার্সের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহরিয়ার ইমন।
গতকালকের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পাবনার তুষার সরকার এবং সহকারী রেফারী ছিলেন দিনাজপুর সেতাবগঞ্জের মো. জসিম উদ্দিন ও পাবনার ফজলুল হক এবং চতুর্থ রেফারী ছিলেন বেলাইচন্ডীর সুশান্ত কুমার রায়। আর যৌথভাবে ধারাভাষ্য বর্ণনা করেন দিনাজপুরের বীরগঞ্জের স্বনামখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু এবং পার্বতীপুরের খোরশেদ রায়হান।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন পাবর্তীপুর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বেলাইচন্ডী ইয়ং সোসাইটির প্রধান উপদেষ্টা মো. জালাল উদ্দিন আহমেদ এবং রংপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্য্যাপক ডা. প্রিয়ব্রত কর্মকার।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটি সভাপতি ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন প্রামানিক।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফারুক হোসেন, নীলফামারী জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম সরকার, ইয়ং সোসাইটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও এস এম খুরশীদ আলম মজনু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবর আলী বাবর, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরেফিন সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, অন্যতম সদস্য সাজ্জাদুর রহমান রনি, শাহজাহান আলী সাজু, মো. ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকালকের ফাইনাল খেলাটি পার্বতীপুর উপজেলার ছাড়াও আশেপাশের জেলা ও উপজেলার কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি ও যথাক্রমে এক লাখ ৫০ হাজার ও এক লাখ টাকার প্রাইজ মানি তুলে দেয়া হয়েছে।
এর আগে প্রধান অতিথি ইউএনও মো. সাদ্দাম হোসেন বেলুন উড়িয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন। পরে তিনি ফাইনাল খেলায় অংশগ্রহনকারী দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং কর্মদন করেন।
উল্লেখ্য, দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, সিরাজগঞ্জ সবুজ সংঘ স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ ওয়ান্ডারর্স ক্লাব, রাজবাড়ী সূর্য সেনা ক্লাব, সৈয়দপুর ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গার ফাইদা এগ্রো এন্ড মন্ডল স্পোর্টস, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের সোহেল রানা ফুটবল ক্লাব (এসআরএফসি) এবং নীলফামারীর জলঢাকার খান ব্রাদার্সসহ মোট ৮টি দল অংশ গ্রহণ করে।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :