মোট ভোটার ৩ লাখ ৩১হাজার ৫৪০ জন,মোট কেন্দ্রঃ ১১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৫৪০ জন। আর এই আসনের ভোটার কেন্দ্রের সংখ্যা ১১৮টি। আদমদীঘি ও দুপচাঁচিয়া ২টি উপজেলা মিলে এই আসন। ব্যালট ভোটের সংখ্য ৩ হাজার ৮১১ জন। প্রার্থী সংখ্যা ৪ জন।
বগুড়া-৩ আসনের ভোটারতালিকা ও এই আসনের মোট কেন্দ্রের সংখ্যা অনুযায়ী আদমদীঘি ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের মোট কেন্দ্রের সংখ্যা ৬১টি। ভোট কক্ষের সংখ্যা স্থায়ী ৩২৫ টি অস্থায়ী ৩৪টিসহ মোট ৩৫৯টি। আদমদীঘি উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৩৩৬জন। এর মধ্যে ৮৭ হাজার ৫ শত ৭৬ জন পুরুষ এবং ৮৭ হাজার ৭ শত ৫৯ জন মহিলা ও হিজড়া রয়েছে ১ জন। অপরদিকে দুপচাঁচিয়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ২০৪ জন। এর মধ্যে ৭৭ হাজার ৯শত ৮৯ জন পুরুষ এবং ৭৮ হাজার ২ শত ১৪ জন মহিলা ও হিজড়া ভোটার সংখ্যা ১ জন।
আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহিন ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি সন্তোষজনক। নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তাদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ