পার্বতীপুর সমিতি ঢাকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
রাজধানী ঢাকায় বসবাসরত দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন "পার্বতীপুর সমিতি ঢাকা" এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
জানা গেছে,শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি,গাজীপুরে "পার্বতীপুর সমিতি ঢাকার " বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমিতির সদস্যদের চিত্তবিনোদনের জন্য ছিল ক্রীড়া প্রতিযোগিতা,লটারী,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে সকালের নাস্তা ও দুপুরের খাবার। অনুষ্ঠানে সমিতির সকল পুরুষ সদস্যদের সমিতির নাম খচিত হাত ঘড়ি উপহার হিসেবে দেওয়া হয়। বনভোজনে সমিতির পাঁচ শতাধিক সদস্য অংশ নেয়। সমিতির সভাপতি মেজর (অবঃ) মিজান, সাধারণ সম্পাদক মাহবুব, সাবেক সভাপতি মাসুম,সাধারণ সম্পাদক জাকির,রঞ্জু,জিকরুল,শুভ সহ আরও অনেকে অনুষ্ঠানের সফলতার জন্য শ্রম দিয়েছেন। সমিতির সভাপতি মেজর (অবঃ) মিজানুর রহমান মন্ডল বলেন,"পার্বতীপুর সমিতি ঢাকার" আয়োজনের এবারের বনভোজন ছিল জাঁকজমকপূর্ণ এবং ভিন্ন আঙ্গিকের। এ জন্য সকল প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল। তিনি ঢাকায় বসবাসরত সকল পার্বতীপুরবাসীকে এই বনভোজনে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ