নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩টি যানবাহনে মামলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রাম উমরপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কাগজপত্র না থাকা, অতিরিক্ত যাত্রী বহন, হেলমেট ব্যবহার না করা, যানবাহনের ফিটনেস ও চালকের লাইসেন্স সংক্রান্ত অনিয়মসহ নানা অভিযোগে মোট ৩টি মোটরসাইকেলে মামলা দেওয়া হয়েছে। যৌথ অভিযানে অংশ নেন নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি থানার পুলিশ সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নন্দীগ্রাম ৪০ বীর ক্যাম্পের একটি টহল দল।
এতথ্য নিশ্চিত করে নন্দীগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

নন্দীগ্রাম প্রতিনিধি