কান চলচ্চিত্র উৎসবে দীপিকা

৭২ তম কান চলচ্চিত্র উৎসবের সবরকমরে প্রস্তুস্তি সম্পন্ন করেছেন 'পদ্মাবত' খ্যাত অভিনেত্রী দীপিকা পাডুকোন। গতবারের মতো এবারও কানে নিজেকে মেলে ধরতে চান তিনি।এ উপলক্ষ্যে কানে যাওয়ার সময়কার কিছু মুহূর্ত তার ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা নিজেই।ইন্ডিয়া টুডে জানায়, ইনস্টাগ্রামে ভিসার ছবি দিয়ে ক্যাপশনে দীপিকা লেখেন, এবং তারপর এই কাজ করা ছিল! এখানে আমার যেতে, ওওপস ।
এ বছর কানের লালগািলচায় বিখ্যাত ডিজাইনার পিটার ডুন্ডাসের নকশা করা পোশাকে হাঁটতে দেখা যাবে দীপিকাকে।গত বছর প্রথম দিন লালগালিচায় দীপিকা পরেছেন জুহায়ের মুরাদের নকশা করা সাদা গাউন।
সংশ্লিষ্ট সংবাদ: কান উৎসব,দীপিকা,অভিনেত্রী
১৫ মে, ২০১৯