আমেরিকায় দেড় মাসের সফরে যাচ্ছেন জেমস
প্রায় দেড় মাসের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন নগর বাউল জেমস। আগামী ২৬শে জুলাই থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার কয়েকটি শহরে হবে ‘নগর বাউল জেমস লাইভ ইন ইউএসএ’ শিরোনামের এই ট্যুর। এর আয়োজক স্থানীয় শো টাইম মিউজিক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম খবরটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জেমসের সঙ্গে তাদের চুক্তি হয়েছে।
ট্যুরে আমেরিকার বিভিন্ন শহরে মোট ১৫টি শোতে গান করার কথা রয়েছে এ শিল্পীর। এর মধ্যে ১২টি শো চূড়ান্ত হয়েছে। দু’টি করে শো হবে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, হিউস্টন ও ক্যালিফোর্নিয়ায়। একটি করে হবে আটলান্টা, মিশিগান, নিউ জার্সি ও ওয়াশিংটনে। বাকি তিনটি শো কিছুদিনের মধ্যেই ফাইনাল হবে। এরই মধ্যে ট্যুরের টিকিট বিক্রির কাজও শুরু হয়ে গেছে। আলমগীর খান আলম বলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীততারকা জেমস। আমেরিকায় তার অনেক ভক্ত আছে। সেই প্রবাসী ভক্তদের জন্যই আমরা এই ট্যুরের আয়োজন করেছি।