স্বনামধন্য রুমা গুহঠাকুরতা আর নেই

প্রবীণ অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পী রুমা গুহ ঠাকুরতার জীবনাবসান ঘটেছে। বয়স হয়েছিল ৮৪। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভোর সাড়ে ছ’টা নাগাদ ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে গেলেন শিল্পী। ৩৮ বালিগঞ্জ প্লেসের নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের এপ্রিলের শেষের দিকেই তিনি মুম্বাই থেকে কলকাতায় ফিরেছিলেন। সঙ্গীতজগতে রুমা গুহঠাকুরতা ছিলেন একজন পথিকৃৎ। পাশাপাশি পার্সোনাল অ্যাসিস্টেন্ট, আশিতে আসিও না, দাদার কীর্তি, অমিত কুম্ভের সন্ধানে ছাড়াও সত্যজিৎ রায়ের গণশত্রু, অভিযানের মত সিনেমায় তাঁর অভিনয় দক্ষতা সিনেমাপ্রেমীরা সর্বদা মনে রাখবে। আবার ‘তিনকন্যা’র ‘মণিহারা’য়(১৯৬১) অভিনেত্রী কণিকা মজুমদারের লিপে ‘বাজে করুণ সুরে’ গানটি দেবব্রত বিশ্বাসের সুযোগ্যা শিষ্যা রুমাদেবীরই গাওয়া। বাংলা ছাড়াও বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন রুমা গুহঠাকুরতা। তার মধ্যে উল্লেখযোগ্য জোয়ার-ভাটা, মশাল, অফসর, রাগ রঙ। তাঁর অভিনীত শেষ সিনেমাও ছিল হিন্দি। ২০০৬ সালের সেই সিনেমার নাম ‘নেমসেক’। বর্তমান
নৃত্যশিল্পী হিসেবেই কর্মজীবন শুরু করেন রুমাদেবী। পরবর্তীকালে সঙ্গীত ও তারপর অভিনয়ে আসেন। ১৯৫৮ সালে প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা ইউথ কয়্যার। সেই ট্রুপের হয়ে রুমাদেবীর গাওয়া ‘আজ যত যুদ্ধবাজ’, ‘ভারতবর্ষ সূর্যের এক নাম’, ও ‘গঙ্গা বইছ কেন’ আজও মানুষের মুখে মুখে ফেরে।১৯৩৪ সালে কলকাতাতেই জন্ম রুমাদেবীর। তবে তাঁর ছেলেবেলা মূলত কেটেছে আলমোড়া ও মুম্বাইয়ে। মুম্বাইতেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সাথে তাঁর বিয়ে হয়। ১৯৫২-১৯৫৮ পর্যন্ত কিশোর কুমারেরই স্ত্রী ছিলেন রুমাদেবী। তাঁদের সন্তান অমিত কুমার। পরে অবশ্য কিশোর কুমারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে পরবর্তীকালে রুমাদেবী বিয়ে করেন অরূপ গুহঠাকুরতাকে।
কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুমাদেবীর মৃত্যুতে শোকাহত গোটা শিল্পীমহল সহ অগুণতি গুণমুগ্ধ ভক্ত। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘সঙ্গীত সম্মান’ প্রদান করে।সকালেই ট্যুইট করে শোকবার্তা জানানোর পর দুপুরেই শেষ শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুমাদেবীর বাড়িতে যান।