প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১৪:৪৯

স্বামীকে নিয়ে দেশে ফিরলেন নুসরাত

অনলাইন ডেস্ক
স্বামীকে নিয়ে দেশে ফিরলেন নুসরাত

টালিউডের জনপ্রিয় নায়িকা ও নব্য সাংসদ নুসরাত জাহান গেল ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে স্বপ্নের মতো বিয়ে সেরেছেন নায়িকা। স্বামী বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈন। বিয়ে শেষে ১ সপ্তাহ পর শনিবার গভীর রাতে নিখিলের হাত ধরে দেশে ফিরলেন নুসরাত।

এ সময় নুসরাতের সিঁথিতে সিঁদুর ও হাতে চূড়া দেখা যায়। যেন এক সপ্তাহেই বদলে গেছে নুসরাতের জীবন। নতুন জীবনে ডেস্টিনেশন ওয়েডিংই বেছে নিয়েছিলেন নুসরাত। তিনি চেয়েছিলেন শহর নয়, দূর দেশে একটু নিরিবিলিতে, কোলাহল থেকে অনেকটা দূরে একটু শান্ত পরিবেশে বিয়েটা হোক। আর হবু স্ত্রীর সেই ইচ্ছেকে সম্মান জানিয়েছিলেন নিখিলও।

আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব মিলিয়ে ১০০ জন অতিথির সামনে বিয়েটা সেরেছিলেন নুসরাত ও নিখিল৷ এবার প্রিয় শহর কলকাতায় একটা নতুন সংসারের পালা। নায়িকার অপেক্ষায় রয়েছেন শাশুড়ি মা। নতুন বাড়িতে নববধূর পা রাখার পালা।

জানা গেছে, আগামী ২৫ জুন আইনি মতে বিয়ে করবেন নুসরাত। সিনেমার পাশাপাশি রাজনীতির মাঠেও চমক দেখিয়েছেন নুসরাত। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রায় সাড়ে তিন লাখের বেশি ভোট পেয়ে সংসদ নির্বাচিত হন তিনি।

উপরে