চার মাস চিকিৎসার পর বাসায় ফিরলেন এটিএম শামসুজ্জামান
অনলাইন ডেস্ক
বাংলা চলচ্চিত্র ও নাটকের খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান টানা চার মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে আজ বুধবার সকালে এটিএম শামসুজ্জামানকে বাসায় নিয়ে যাওয়া হয়।
এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান তাঁর বাসায় ফিরে আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চিকিৎসকের অনুমতিক্রমে এখন থেকে বাসাতেই চিকিৎসা চলবে তাঁর।
সবার কাছে এটিএম শামসুজ্জামানের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্ত্রী রুনী জামান।
এর আগে গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর গত ১৫ জুন তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে স্থানান্তর করা হয়।
গত ১৩ মে তাঁর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় ১০ লাখ টাকার চেক।