প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৯

চলে গেলেন তেলেগু কমেডিয়ান বেণু মাধব

অনলাইন ডেস্ক
চলে গেলেন তেলেগু কমেডিয়ান বেণু মাধব

 

না ফেরার দেশে চলে গেলেন তেলেগু কমেডিয়ান বেণু মাধব (৩৯)। বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারতের হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তেলেগু সিনেমার জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বামসি কাকাট টুইটারে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘অভিনেতা বেণু মাধব ১২টা ২০ মিনিটে (স্থানীয় সময়) আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার ও ডাক্তার বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’

গত দুই সপ্তাহ ধরে বেণু হাসপাতালে ভর্তি ছিলেন। মাত্র গত রোববারে (২২ সেপ্টেম্বর) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ডাক্তারের শেষ পরামর্শ ছিল, দ্রুতই তার লিভার প্রতিস্থাপন করতে হবে। 

কিন্তু এরই মধ্যে বেণুর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুতই আবার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেণুকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

অনেক বছর আগে থেকেই বেণু মাধব লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এর ফলে তিনি অনেক সিনেমাতেই কাজ করতে পারেননি।

বেণু মাধব এখন পর্যন্ত ১৭০টিরও বেশি তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তিনি অনেক তামিল সিনেমাতেও অভিনয় করেছেন।

উপরে