নতুন অতিথি আসছে বাপ্পা-তানিয়ার সংসারে
অনলাইন ডেস্ক
সুখবর দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন জুটি। নতুন অতিথি যোগ হচ্ছে তাদের সংসারে। মা হতে চলছেন তানিয়া হোসাইন।
বাপ্পা মজুমদার জানিয়েছেন, আমাদের ঘরে নতুন অতিথি আসছে এই খুশির খবর সবাইকে জানাতে চাই। এর বেশি এখন আর কিছু জানাতে চাইছি না।
২০১৮ সালের ২৩ জুন অভিনেত্রী তানিয়া হোসাইনকে বিয়ে করেন বাপ্পা মজুমদার। এটি ছিল দুইজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে আর ২০১০ সালে পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেছিন তানিয়া হোসাইন। ২০০৮ সালে অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীকে বিয়ে করেছিলেন বাপ্পা।