প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৪:০৮

প্রযোজক হলেন অভিনেতা নীল নিতিন মুকেশ

অনলাইন ডেস্ক
প্রযোজক হলেন অভিনেতা নীল নিতিন মুকেশ

 

অভিনেতা হিসেবে বেশ প্রশংসিত বলিউড তারকা নীল নিতিন মুকেশ। এবার প্রথমবারের মতো প্রযোজনায় নাম লেখালেন তিনি। নিজের প্রযোজনা সংস্থা থেকে  ‘বাইস রোড’ নামের নতুন একটি সিনেমা নির্মাণ করছেন মুকেশ।

প্রযোজনা প্রসঙ্গে নীল বলেন, ‘আমি মদন পালওয়ালের মিরাজ এন্টারটেইনমেন্টের ব্যানারে পরিচালনা করেছিলাম। আসলে তিনি ছাড়া এই সিনেমাটি করা হতো না। তার সঙ্গে ১০০ টির মতো বিজ্ঞাপনে কাজ করেছি। আর তিনিই আমাকে এই সুযোগটি করে দিয়েছেন।’ 
 
‘বাইস রোড’ সিনেমায় নীল অভিনয়ও করছেন। ‘এখন পর্যন্ত এই সিনেমার চরিত্রটি আমার জন্য সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং। অন্য চরিত্রে অভিনয় দক্ষতা বেশি প্রয়োজন হয়, কিন্তু এতে শারীরিক দক্ষতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাকে ৮ থেকে ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে,’ যোগ করেন তিনি।  
 
এরপর একটি তেলেগু সিনেমায় অভিনয়ের কথাও জানান নীল। জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে।

১৯৮৮ সালে ‘বিজয়’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন নীল নিতিন মুকেশ। বড় হয়ে অভিনয় করেন ‘জনি গাদ্দার’ সিনেমায়। তবে এটি ভালো ব্যবসার মুখ দেখিনি। কিন্তু তবুও থেকে থাকেননি তিনি। ‘নিউ ইয়র্ক’ সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে সবার মন জয় করে নেন নীল। সর্বশেষ ‘সাহো’ সিনেমাতেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি।

উপরে